Please Vote for Md Omar Faruque আসন্ন Neighborhood Council Election 2023 এ At Large Representative পদে Md Omar Faruque ভাইকে নির্বাচিত হিসেবে দেখতে চাই। Md Omar Faruque ভাই নির্বাচিত হলে আমাদের ছাত্র ছাত্রিদের বিশেষ সুবিধা হবে। ভাই বিপদে আপদে সব সময় আমাদের পাশে ছিলেন এবং থাকবেন। ভাই আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছেন। তাই Md Omar Faruque ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আগামী মে মাসের ৪ তারিখ বৃহস্পতিবার আমেরিকার লস এঞ্জেলসের লিটল বাংলাদেশ এলাকার উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে (WCKNC) নির্বাচন অনুষ্ঠিত হবে ।ভোট গ্রহন হবে লস এঞ্জেলস পাবলিক লাইবেরীতে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত । ঠিকানা : 694 south oxford ave, La , Ca 90005. যারা লিটল বাংলাদেশে এলাকায় থাকেন তারা যে কেউ ভোট দিতে পারবেন আইডি থাকলে কিংবা পাসপোর্ট দিয়ে.. সকলে ভোট দিবেন আশা রাখি । আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। — with Omar Faruque Masum and 4 others.